ব্রীজের যে অবস্থা তাতে কোন প্রশাসনের চোখে পড়ছে বলে জানান স্থানীয় লোকজন। প্রতিদিন হাজার হাজার লোক এই ব্রীজের উপর দিয়ে আসা যাওয়া করে। প্রতিদিন কোন না কোন ছোট খাট ঘটনা ঘটেই চলেছে কিন্তু এটি নিয়ে চেয়ারম্যান, সরকার, এম.পি কারো কোন কোন মাথা ব্যাথা নাই।
অনেক দিন ভাঙ্গা এই ব্রীজটির সংসকার করার জন্য এম.পি সরওয়ার কামালের কাছে গেলে নিজে এসে ভিজিট করেন এমপি। এবং খুব তাড়াতাড়ি সংস্কার করার আশা ব্যক্ত করেন। কিন্তু সেই আশা আশাই থেকে গেল। আজ আট মাসের বেশী সময় ধরে হাজার হাজার মানুষ এই ঝুকিপূর্ণ ব্রীজ দিয়ে হাটা চলা করছেন।
স্থানীয়দের সাথে কথা বলতে গেলে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় এক লোক বলেন সরকার কত বড় বড় ব্রীজ তৈরী করছেন বাংলাদেশ অথচ আমাদের সামান্য ব্রীজের সংস্কার করার বছরের পর বছর বসে থাকতে হয়।
কেউ কেউ ক্ষোভে বলেন কেউ নিহত না হলে এই সমস্যা কখনো ঠিক হবেনা।
স্থানীয় লোকজন শীঘ্রই ব্রীজটি সংস্কার কাজ শুরু আহবান জানান।