• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Apr 6, 2020
18:51:04

করোনায় এখন আমাদের দুটি করনীয়

এই মূহুর্তে সরকারের উচিত একটা দেশের অর্থনীতি সচল রাখার নূন্যতম সূচক সমূহ সচল রেখে শুধু মাএ দুইটা বিষয়কে প্রাধন্য দেওয়া এবং সারাদেশ এক মাসের জন্য লক ডাউন করে দেওয়া।

১। চিকিৎসক এবং চিকিৎসা সেবা প্রদানকারীদের জন্য পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুরক্ষিত পোষাক ও চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত ব্যবস্তা করা এবং চিকিৎসা সেবা প্রদান কালে কেউ আক্রন্ত হয়ে মারাগেলে পদ মর্যাদার ভিত্তিতে মোটা অংকের লাইফ ইনসুরেন্সের নিশ্চিত করা যা কোন অবস্থায় ৫০ লাখ টাকার কম নই। এছাড়া এখন থেকে যত মাস দেশ কভিড -১৯ ঝুকি মুক্ত হবেনা তত মাস উনাদের বেতন দিগুণ করে দিন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে সমস্ত অফিসার, জোয়ান, সিপাহী ও অন্যান্ন কর্তা ব্যাক্তিবর্গ লক ডাউন ও কমিউনিটি ট্রাসর্ফার বন্ধ, শতভাগ সফল করতে সারাদেশে গুরুত্বপূর্ণ স্তান সমূহে নজরদারি ও টহলের দায়িত্ব পালন করবেন তাহাদেরও নানান মূখি বোনাস ভাতার আওতায় আনায়ন করতে হবে এবং সবাইকে একবিংশ শতাব্দীর শ্রেষ্ট বীরত্বের রাষ্ট্রীয় সনদ দিন।

মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত চিকিৎসকগন ও উনাদের সহকারীগন ভয় ভিতি ভূলে মন খুলে চিকিৎসা সেবা দিতে অপারগ হবেন ততক্ষণ এই মহামারির কোন উন্নতি হবেনা। উনাদের অনুভব করাতে হবে গোটা দেশের মানুষ ও সরকার তাদের পাশে আছে।

২. সরকারি ভাবে দেশের মোট জন সংখ্যা কে নূনতম অগামী এক মাস ঘরে বসিয়ে খাওয়ানোর ব্যবস্তা করতে হবে। প্রয়োজনে আরও এক মাসের রিজার্ভ রাখতে হবে।

এখানে সব চেয়ে লক্ষ্য রাখতে হবে, সরকারী আনুদানের খাদ্য সামগ্রী যে কোন ভাবেই ঘরে ঘরে পৌছে দিতেহবে। কোন ভাবেই যেন স্তান ভিত্তিক বিতরণ পদ্ধতি গ্রহন করা না হয়।

অন্য সকল প্রনোদনা ও প্যাকেজ আপাতত বন্ধ রাখতে হবে।মনে রাখবেন, বেঁচে থাকলে প্যাকেজ প্রনোদনা কাজে দিবে মরে গেলে নই।  

আপাতত এই দুইটি বিষয় নিশ্চিত করতে পারলে আমরা অনেকটা ঝুকি মূক্ত থাকতে পারব এবং পরিবর্তীত পরিস্থিতি মোতাবেক পদক্ষেপ নিয়ে সকলের সহযোগিতায় কভিট -১৯ মোকাবেলা করতে সফল হবো ইনশাআল্লাহ।

- অতিথি লেখক