• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Apr 27, 2023
19:14:59

কক্সবাজার পৌরসভা নির্বাচন: ৩নং ওয়ার্ড জনগণের কাউন্সিলর প্রার্থী নজিবুল্লাহ খাঁন

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১২জুন কক্সবাজার পৌরসভা নির্বাচনকে ঘিরে কক্সবাজার শহর জুড়ে চলছে নির্বাচনী আমেজ। তন্মধ্যে বিভিন্ন ওয়ার্ডে অসংখ্য প্রার্থী কাউন্সিলর পদে লড়ার জন্য মাঠে নেমেছেন।

কক্সবাজার পৌরসভার আওতাধীন ৩নং ওয়ার্ডে নজিবুল্লাহ খাঁনকে কাউন্সিলর পদে দেখতে চান স্থানীয়রা।

তারা জানান, “আমরা একজন কাউন্সিলর চাই যিনি স্বশিক্ষিত, ব্যবসায়ীবান্ধব এবং গরীবের কষ্ট লাঘব করতে পারবে। তার মধ্যে নজিবুল্লাহ ভাইকে আমরা সবথেকে বেশি নিরাপদ এবং গ্রহণযোগ্য মনে করছি।”

স্থানীয় ব্যবসায়ী জাবেদ বলেন, “নজিবুল্লাহ ভাই আমাদের ওয়ার্ডে কাউন্সিলর হলে আমাদের জন্য সহজলভ্য হবে। আমরা তার সমর্থনে কাজ করে যাব।”

এবিষয়ে কাউন্সিলর প্রার্থী নজিবুল্লাহ খাঁন বলেন, “জনগণ যদি আমাকে চান এবং আমাকেই তাদের কাছে সবথেকে বেশি গ্রহণযোগ্য এবং যোগ্য মনে করে তাহলে অবশ্যই তাদের নায্য অধিকার আদায়ে সবসময় কাজ করে যাব।”

উল্লেখ্য নজিবুল্লাহ খান বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও নবাব মার্কেটের সত্ত্বাধিকারী মরহুম ছৈয়দ আহম্মদ সওদাগরের কনিষ্ঠ পুত্র।