• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Apr 15, 2022
21:46:10

ঈদে গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান আসন্ন ঈদুল ফিতরে গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন। গানের প্রতি তার দুর্বলতা সবার জানা। গেল কয়েক বছর ধরে বেশকিছু মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হন তিনি।

২০১৬ সালের কোরবানি ঈদে গায়ক হিসেবে হাজির হয়ে হইচই ফেলে দেন মাহফুজুর রহমান। এবারের ঈদে শ্রোতাদের নতুন ১০টি গান শোনাবেন তিনি। গেল কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের ঈদেও মৌলিক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি।

ঈদের দিন রাত সাড়ে ১০টায় মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলায়। বিষয়টি তিনি নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইতোমধ্যে গানের রেকর্ডিং হয়ে গেছে। ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে দিকে অনুষ্ঠানটি প্রচার হবে। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

২০১৬ সালে মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে শ্রোতা মহলের সামনে হাজির হন তিনি। এরপরের বছরগুলোতে নিয়মিতই একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি।